রহমত নিউজ 03 January, 2025 08:34 PM
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এমদাদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মসজিদের ইমাম সাহেবের কক্ষে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বারঘড়িয়া গ্রামের মাওলানা এরশাদুল ইসলাম রহ. এর একমাত্র সন্তান।তার পিতা ছিলেন সাতবর্গ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার (৩ জানুয়ারী) বাদ জুমা পীর ইয়ামেনী জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।